কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড আক্রান্তদের টিকা ২৮ দিন পর

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১৭:১০

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চলছে টিকা দেওয়ার কার্যক্রমও। প্রথম ডোজের টিকাগ্রহণকারীদেরও কেউ কেউ আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন টিকা দেওয়ার বিষয়ে।


এমন জিজ্ঞাসার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীরা সেরে ওঠার ২৮ দিন পর টিকা নিতে পারবেন।


টিকার প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের দ্বিতীয় ডোজের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা প্রথম ডোজ নেননি তারা সুস্থ্য হওয়ার সার্টিফিকেট পাওয়ার কমপক্ষে ২৮দিন পর যে কোনো সময় টিকা নেবেন। প্রথম ডোজ নিয়ে আক্রান্ত হলে পরীক্ষায় ‘নেগেটিভ’ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে হবে।”


অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ পেতে যাদের সমস্যা হচ্ছে তাদেরও শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও