কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৈশাখের শুরুতেই তেজ দেখাবে গরম, বৃষ্টির আশা নেই

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৮:২২

বৈশাখের শুরুতেই শহরবাসীর জন্য খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। আগামী সপ্তাখানেক বৃষ্টিপাতের কনোও সম্ভাবনাই নেই শহরে। উলটে ক্রমশই তেজ বাড়াবে গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়া হবে রোদ। বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপামাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।

গত এক সপ্তাহ ধরে হাওয়া অফিসের পূর্বাভাস থাকলেও বৃষ্টির কোনও দেখা মেলেনি। উলটে গরমে নাজেহাল হয়েছে শহরবাসী। কিন্তু কলকাতার মানুষের জন্য কোনও আশার কথা শোনায়নি আবহাওয়া দফতর। শুষ্ক তাপমাত্রা আরও বাড়বে অস্বস্তি, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি স্বস্তি ফেরাতে পারে জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি জেলার কিছু অংশেও হতে পারে মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও এই জেলাগুলিতে বইবে ঝড়। তবে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। অর্থাৎ, শুষ্ক আবহাওয়ার থেকে এখনই পাওয়া যাবে না মুক্তি। মৌসম ভবন আগেই জানিয়েছিল, এই বছর রেকর্ড গরম থাকবে সারা ভারতে। কলকাতার বর্তমান পরিস্থিতিও প্রায় সেই ইঙ্গিতই দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও