কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টানা তিন দিন নতুন আক্রান্ত দেড় লক্ষের বেশি, ২৪ ঘণ্টায় মৃত ৮৭৯

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১১:২৫

পর পর তিন দিন দেশের দৈনিক সংক্রমণ দেড় লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। যা সোমবারের তুলনায় হাজার সাতেক কম। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩। গত কয়েক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির জেরে ব্রাজিলকে টপকে মোট আক্রান্তের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৭৯ জন। এ নিয়ে গত পাঁচদিন দেশে দৈনিক মৃত্যু হল ৭৫০-এর বেশি। দেশে মোট ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।


সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮ জন। এত সংখ্যক সক্রিয় রোগী করোনার প্রথম দফাতেও ছিল না দেশে। এর জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হচ্ছে। যে সব রাজ্যতে আক্রান্ত বেশি হচ্ছে, সে রাজ্যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের পরিষেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যেমন মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় হাসপাতালগুলিতে খালি নেই শয্যা। নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিয়োয় দেখা গিয়েছে, চেয়ারে বসেই অক্সিজেন, স্যালাইন নিচ্ছেন রোগীরা। ছত্তীসগঢ়ের রায়পুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পড়ে রয়েছে কোভিড রোগীদের দেহ। দৈনিক মৃত্যু সেখানে যে হারে বেড়েছে, যার জেরে মর্গে দেহ রাখারও জায়গা হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও