কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, এসপি অফিস ঘেরাও

মানবজমিন প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

দাদন সন্ত্রাসীর হাতে ব্যবসায়ী হাসান আলী হত্যার প্রতিবাদ ও জড়িত পুুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে গতকাল গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে শহরের ডিবি রোডে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শহরের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম গোলাপ, সিপিবি নেতা মিহির ঘোষ, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহম্মেদ রঞ্জুসহ অন্যরা। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মজিবর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ মামলাটি নথিভুক্ত করেনি। সে কারণে ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল তারা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। উল্লেখ্য, গত শনিবার গাইবান্ধার আফজাল সু স্টোরেজের মালিক হাসান আলীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার ঘর থেকে। এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করলেও জড়িতদের বিরুদ্ধে মামলা না নেয়ায় এই কর্মসূচি পালন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত