কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কত মানুষ ঘর পায়, মুই না পাং’

জাগো নিউজ ২৪ কালীগঞ্জ (লালমনিরহাট) প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ০৮:৫৫

‘হামার ভাঙ্গা ঘরত পরি আছি পলিথিন দিয়া। রাতে ঘুমির পাং না, ঘরোত বৃষ্টির পানি দিয়ে গাও বিছনা ভিজি যায় তবুও কাহো দেখে না। দুই বছর ধরি ঘরটার টিন ফুটা হয়া পানি পরে। সবার হাত পা ধরিও কোনো কিছু পাং নাই। কত মানুষ পাকা ঘর পায় মুই না পাং।’


এভাবেই কষ্টের কথাগুলো বলছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ১নং কাশীরাম মুন্সীর বাজার এলাকার আব্দুল জলিলের স্ত্রী সোনাবি বেগম (৫০)। মুজিববর্ষে সরকারি একটি ঘর পাওয়ার আকুতি জানান সোনাবি বেগম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও