কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজীপুরে ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে আরো তিন মামলা

মানবজমিন প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ০০:০০

‘শিশুবক্তা’ নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা, কাশিমপুর থানা ও টঙ্গী পশ্চিম থানায় আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, নগরের টেকনাগপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতে কিছু বিপদগামী ধর্মীয় লেবাসধারী লোক দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে বদ্ধপরিকর। রফিকুল ইসলাম মাদানী গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায় বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালায়। একই সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে। রফিকুল তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সহিংসতার পিছনে অন্যতম হিসাবে কাজ করেছে। আরো উল্লেখ করা হয়, সে গত ২৫শে জানুয়ারি হতে ৪ঠা এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বক্তব্যের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নিয়ে অপমান ও হেয়প্রতিপন্ন ও মানহানিকর বক্তব্য প্রদান করে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তীকালে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া টঙ্গী পশ্চিম থানায় এবং কাশিমপুর থানায় তথ্য-প্রযুক্তি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গত ৭ই এপ্রিল বুধবার রাতে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব সদস্যরা। পরদিন বৃহস্পতিবার র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত