কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রেন-সফরে জরুরি COVID শংসাপত্র? কী জানাচ্ছে রেল?

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৯:২৮

Covid-19 Certificate: করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণের শঙ্কার মধ্যেই গুচ্ছের গুজব ছড়িয়েছে। এরমধ্যে ভারতীয় রেলকে ঘিরেও রটেছে একাধিক বিষয়। যার মধ্যে সম্প্রতি পরিষেবা বন্ধের গুজব খারিজ করেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। যাত্রীদের আশ্বস্ত করে রেল কর্তৃপক্ষ দাবি করেছে, মেল-এক্সপ্রেস-প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি প্রতিটি EMU কোচ পর্যন্ত নিয়মিত জীবাণুনাশক দিয়ে সাফাই করা হচ্ছে।


প্ল্যাটফর্ম, শৌচাগার সব কিছুই নিয়মিত সাফাই হচ্ছে। স্টেশন-চত্বরে জঞ্জালও জমতে দেওয়া হচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। তবে প্রাক-করোনা সময়ের যাত্রীসংখ্যা এখনও ফেরত আসেনি পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে। এবার ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেনে সফরকালে করোনা নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক নয়। তবে করোনা সংক্রান্ত সব ধরনের গাইডলাইন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও