কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্য সমতা নিয়ে কিছু কথা

বণিক বার্তা আহমদ মোশতাক রাজা চৌধুরী প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০২:২৭

১৯৯৫ সালে রকফেলার ফাউন্ডেশন ও সুইডিশ সরকারের অর্থানুকূল্যে একটি আন্তর্জাতিক প্রকল্প শুরু হয়, যার উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য বা হেলথ (ইন) ইকুইটি বিষয়ে বিশদ পর্যালোচনা করা। ‘গ্লোবাল হেলথ ইকুইটি ইনিশিয়েটিভ’ নামে এ প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন খ্যাতিমান বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। 


ঊর্ধ্ব, মধ্যম ও নিম্ন আয়ভুক্ত বেশ কয়েকটি দেশের ওপর কেস স্টাডি করা হয়। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশ থেকে আব্বাস ভূঁইয়া এবং আমি এতে যুক্ত হই। পরবর্তী সময়ে ফারুক আহমেদ (বিশ্বব্যাংক, ঢাকা; পরে নির্বাহী পরিচালক, ব্র্যাক ইন্টারন্যাশনাল) আমাদের সঙ্গে যোগ দেন। এ প্রকল্পের জন্য আমরা একটি কেস স্টাডি তৈরি করি, যাতে মতলবে ব্র্যাক-আইসিডিডিআর,বির যৌথ প্রকল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। এখানে পুনরুল্লেখ করা যায় যে মতলবে নিবিড় এক গবেষণায় আমরা দেখেছিলাম কীভাবে ব্র্যাকের নারীকেন্দ্রিক ক্ষুদ্রঋণ ও প্রাথমিক শিক্ষা কার্যক্রম স্বাস্থ্য বিষয়ে ধনী-দরিদ্রের বৈষম্য নিরসনে বিশেষ অবদান রাখছে। পরবর্তী সময়ে একটি বই প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, যেখানে আমাদের কেস স্টাডি স্থান পায়। বইটিকে পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতার একটি উপাখ্যান বলা চলে। ‘Challenging Inequalities in Health : From ethics to actions’ শিরোনামের বইটিতে মোট ২১টি অধ্যায় রয়েছে। তাত্ত্বিক বিষয় ছাড়াও বইয়ে ভিয়েতনাম, কেনিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চিলি, ভারত, জাপান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন ও বাংলাদেশের কেস স্টাডি স্থান পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও