কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনের ঘোষণার পরই মাস্কের দাম দ্বিগুণ

ফিনান্সিয়াল এক্সপ্রেস ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ১৭:০২

ক্রমাগত বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার লকডাউনের ঘোষণার পর আচমকাই বেড়ে গেছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম ও চাহিদা।


রোববার রাজধানীর বিভিন্ন ওষুধের দোকান ও সুপারশপ ঘুরে দেখা যায়, মাস্কের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। হ্যান্ড স্যানিটাইজারের দাম তেমন না বাড়লেও চাহিদা বেড়েছে। এছাড়াও জীবাণুনাশক, হ্যান্ডওয়াশ এবং ওষুধের বাড়তি বিক্রির কথাও জানান বিক্রেতারা। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, লকডাউনের ঘোষণার পরই পাইকারি বাজারে মাস্কের দাম হু হু করে বাড়তে শুরু করে। এতে তারাও মাস্কের দাম বাড়াতে বাধ্য হন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও