কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যান এক্সপার্ট হেডমাস্টার

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৯:৪০

মেঘনা গোমতীর তীর ঘেঁষে একটি গ্রাম। নাম তার সুবর্ণগ্রাম। সেই গ্রামের এক সময়ের সুশীল শিশু সুকোমল বসাক প্রথম জীবনে স্থানীয় হাই স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছিলেন। গ্রামে-গঞ্জে তখন কার্ল মার্কস চর্চা জোরেশোরে সবে শুরু হয়েছে। সে-সময় ওস্তাদ সাগরেদ কিংবা উঠতি আঁতেল প্রকৃতির ছেলেরা সেরখানেক ফিদেল ক্যাস্ট্রো, আধাকেজি পরিমাণ ট্রটস্কি, পরিমাণমতো টিটো, মাও সে তুং ও মার্টিন লুথার কিং, চার চা চামচ চসেস্কু, ইত্যাদি অধ্যয়নে সময় কাটাত। সুকোমল গাঁওগেরামের অর্থনীতির আলোচনায় আঁতেল ভাবই শুধু প্রকাশ করত তা নয়, ঢাউস প্রকৃতির বই লিখবার পাঁয়তারাও ছিল তার। তার ছিল সুবর্ণগ্রাম হাই স্কুলের হেডমাস্টার হওয়ার বড় শখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও