কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রী হলে তিনি কী করতেন, জানালেন রাহুল গাঁধী নিজেই

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১০:৩৭

২০১৪ লোকসভায় তাঁকে মুখ করেই নির্বাচনে লড়েছিল কংগ্রেস। সবাই ভেবেছিলেন ইউপিএ সরকার টানা তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। কিন্তু নির্বাচনে ভরাডুবির পরে কংগ্রেস সভাপতি পদ ছাড়েন রাহুল গাঁধী। তারপর থেকে একাধিক বার তাঁকে ফের সভাপতি হওয়ার অনুরোধ জানানো হলেও তিনি দায়িত্ব নেননি। বরং বলেছেন, গাঁধী পরিবারের বাইরে কারও উচিত এই দায়িত্ব নেওয়া। এ হেন রাহুল যদি প্রধানমন্ত্রী হতেন তা হলে তাঁর প্রধান লক্ষ্য কী হত? এক আলোচনাসভায় সেটাই জানালেন ওয়েনাডের সাংসদ।


হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক নিকোলাস বার্নসের সঙ্গে একটি অনলাইন আলোচনা সভায় রাহুলকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি বিকাশ কেন্দ্রিক অর্থনীতির তুলনায় চাকরি কেন্দ্রিক অর্থনীতির দিকে বেশি নজর দিতাম। আমাদের বিকাশ প্রয়োজন। কিন্তু আমরা চাকরি তৈরি করা ও উৎপাদন বাড়ানোর দিকেই বেশি নজর দিতাম।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও