কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুন্দরবনের পর্যটনকেন্দ্র ও সাফারি পার্ক বন্ধ ঘোষণা

প্রথম আলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ২০:৫৮

করোনার বিস্তার প্রতিরোধে সুন্দরবনে সব ধরনের পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তি বলা হয়, সুন্দরবনসহ জেলার সব পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও।


এর আগে করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাস থেকে সুন্দরবনসহ সাতক্ষীরা জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এতে জেলার শ্যামনগরের আশাক লীনা, কারামোড়া, দেবহাটার রুপসী ম্যানগ্রোভসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে যায়। একপর্যায়ে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১ নভেম্বর থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে গেল শীত মৌসুমে পর্যটন এলাকাগুলো সচল হয়ে ওঠে।


রাঙামাটির পর বান্দরবান, খাগড়াছড়িতেও সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা


রাঙামাটির পর বান্দরবান ও খাগড়াছড়ি জেলা থেকেও সব পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা এসেছে। সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবান ও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এর আগে রাঙামাটি থেকেই একই ধরণের ঘোষণা আসে।


বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে পহেলা এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। “এ সময় সারাদেশের মতো যানবাহনে সিট সংখ্যার অর্ধেক যাত্রী নিতে পারবে।


করোনা: কক্সবাজার সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা


নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আর এই সিদ্ধান্ত আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে। তবে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।


মহামারী: চিড়িয়াখানা বন্ধ ঘোষণা


করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।


শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।


চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম চিড়িয়াখানাও দুদিন আগে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও