কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

মানবজমিন প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০০:০০

সিলেটস্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা শুরু করা হয়। প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের নেতারা ফুলের শ্রদ্ধা জানান। পরে সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সিলেটের প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ শতাধিক সংগঠনের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে, দুপুর থেকে চলে শ্রদ্ধা নিবেদনের পর্ব। সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এতে সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কীন ব্রিজ এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১-এর আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৬টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৬টায় নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিসিক মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্‌স, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা এডভোকেট, সিসিকের নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহসহ বিভিন্ন স্তরের নেতারা। মাগুরা মাগুরা প্রতিনিধি: মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সকাল সাড়ে ৬টায় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সীমিত পরিসরে কুচকাওয়াজে অংশ নেয় জেলা পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউটস ও গালর্স গাইডের শিক্ষার্থীরা । এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলামসহ সরকারি ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খুলনাস্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রত্যুষে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর ও অঙ্গ সংগঠন, রাজনৈতিক দল, স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।গাজীপুরস্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেলের নেতৃত্বে যুবলীগসহ অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল, বিশাল আয়তনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, ভোরে জেলার কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে  পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, উপ-কমিশনার জাকির হাসানের নেতৃত্বে জিএমপি, এস এম শফিউল্লাহর নেতৃত্বে  জেলা পুলিশ ছাড়া ও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা জানান। সকাল ৮টায় শহীদ বরকত স্টেডিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির পতাকা পায়রা ওড়ানো হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।মানিকগঞ্জ স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক সম্বলিত স্মৃতিসৌধে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এরপর রাজনৈতিক বড় দুই দল জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দিন এবং জেলা বিএনপি’র পক্ষে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা দলীয় নেতাকর্মী নিয়ে স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, মানিকগঞ্জ প্রেস ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছে। রাজারহাট রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয়। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা জাতীয় পার্টি, রাজারহাট সরকারি এম. আই. কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি, উপজেলা স্কাউটস্‌, প্রেস ক্লাব রাজারহাট, মফস্বল সাংবাদিক ফোরাম, রাজারহাট বিডি ডটকমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।দৌলতপুর দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালন করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল  সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেস ক্লাবসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও সংগঠন।ইবি ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি ড. শেখ আবদুস সালাম। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। ববিববি সংবাদদাতা: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত