কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার গজেন্দ্রগামিতা

দেশ রূপান্তর প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৩:৪২

মহামারীদের আচার-আচরণ এমনই নাকি হয়। সহজে তাকে তাড়ানোও যায় না তিনি যেতেও চান না। ১৭২০-এ প্লেগ, ১৮২০-এ কলেরা, ১৯২০-এ স্প্যানিশ ফ্লু এদের সবার পাঁজিপুঁথি ঘেঁটে যা দেখা যাচ্ছে, ন্যূনতম দুই থেকে তিন বছরের আগে নিষ্কৃতি মেলেনি কোনোবারই। অব্যর্থ প্রতিষেধক আবিষ্কার ও তার প্রয়োগ সাফল্য পেতে পেতে সময় ও জীবন হয়েছে উজাড়। তবে ১৭২০ ও ১৮২০-এ মহামারী যখন যে এলাকায় ঢুকেছে সেখানে প্রায় সবাইকে শেষ করে ছেড়েছে। ১৯২০-এ মানুষের চলাচল পরিভ্রমণ বাড়ায় স্প্যানিশ ফ্লুর ব্যাপ্তি কিছুটা প্রসার লাভ করেছিল, চিকিৎসা ব্যবস্থায় বেশ কিছু উন্নতি দখলে থাকায় ক্ষয়ক্ষতি দীর্ঘমেয়াদি হলেও নতুন মেজাজ পেয়েছিল পরিস্থিতি। আর এবার করোনার বিশ^বিহারের সুযোগ যেমন বেড়েছে, তেমনি ভ্যাকসিন আবিষ্কার ও তৈরিও হয়েছে। তবে এখনো পর্যন্ত সাফল্য সুনিশ্চিত না হলেও চেষ্টা তদবিরে ও আঞ্জাম আয়োজনে আগের তুলনায় ‘বুদ্ধিমান মানুষের’ হাতজশ বেড়েছে। তবে সেটা যতটা না প্রাকরণিক তার চেয়ে বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ভেদবুদ্ধির কারণে। বিশেষ করে যেসব দেশে করোনার সংক্রমণ ও ঘাতকসূচককে ইলাসটিসিটি অব ডিমান্ড সাপ্লাইয়ের মতো বড়-ছোট করা কোনো ব্যাপারই মনে হয় না সেখানে করোনার গতিবিধিকে গজেন্দ্রগামী সাব্যস্ত করা চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও