কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আরও বাড়বে গরম, আপাতত বৃষ্টি নয় বাংলায়

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০৮:৪৩

গরমের দাপটে কাহিল বাংলা। প্রখর রোদের তাপে হিমশিম অবস্থা। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন বঙ্গবাসী। কিন্তু, আপাতত বৃষ্টির কোনও দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গরমের দাপট বজায় থাকবে। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও