কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হেডফোনের বিশাল বাজার দখলে দৃষ্টি অ্যাপলের

বণিক বার্তা আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০৯:২৮

এয়ারপডস দিয়ে একটি সময় বাজার দখল করা অ্যাপল ইনকরপোরেটেড এবার সাড়ে ৩ হাজার কোটি ডলারের হেডফোনের বাজারে পুনরায় হানা দিতে চলেছে ৫৪৯ ডলার মূল্যের এয়ারপডস ম্যাক্স এবং এর মাধ্যমে বোস করপোরেশন ও ওলাফসেন এ/এস-এর মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে আমেরিকান বিশ্বখ্যাত এ কোম্পানিটি। খবর ব্লুমবার্গ।

সিলিকন ভ্যালির এ জায়ান্ট তাদের উন্নত গ্যাজেট নিয়ে বাজারে আসছে, প্রতিষ্ঠিত অডিও স্পেশালিস্টদের হটিয়ে যে বাজারটি এখন নিয়ন্ত্রণ করছে স্মার্টফোন নির্মাতারা। এয়ারপড ভীষণ জনপ্রিয়তা পাওয়ার পর এবার ওভার-ইয়ার নকশায় তারা বাজারে এনেছে এয়ারপডস ম্যাক্স হেডফোন, যা অডিও সাউন্ডের ক্ষেত্রে দারুণ উংকর্ষ নিয়ে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও