কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মা-বাবার মন বলছে ইশরাক ফিরবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০৩:২৪

কানাডা থেকে দেশে বেড়াতে এসেছিলেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহম্মেদ। এক সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সাড়ে তিন বছর চলে গেছে। ইশরাকের খোঁজ মেলেনি।

ইশরাক যখন নিখোঁজ হন তখন কয়েক মাসের ব্যবধানে আরো ১৩ জন নিখোঁজ হয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁদের ফিরেও পেয়েছেন পরিবারের সদস্যরা। ছেলেকে ফিরে পেতে এখনো পথ চেয়ে আছেন ইশরাকের মা-বাবা। তাঁর বাবার ভাষ্য, একদিন না একদিন ছেলে ফিরবে। তাঁদের মন তা-ই বলছে। কিন্তু সেই দিনটি কবে হবে সেটাই শুধু অজানা।

ইশরাক আহম্মেদ ২০১৭ সালের জুলাই মাসের দিকে দেশে আসেন। ওই বছরের ২৬ আগস্ট রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে বের হন স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। আড্ডা শেষে ধানমণ্ডির বাড়ির পথে রওনা দেন। কিন্তু পৌঁছতে পারেননি। কে বা কারা তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। সেই যে যাওয়া, আজও ফেরা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও