কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৯ই এপ্রিল শুরু আইপিএল, তৃতীয় দিন খেলবে সাকিবের কলকাতা

মানবজমিন প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০০:০০

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চূড়ান্ত সূচি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৯ই এপ্রিল শুরু হয়ে ৩০শে মে পর্যন্ত চলবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগটির ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১১ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। পরদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। আইপিএলে খেলার জন্য বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব।কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, দিল্লি ও ব্যাঙ্গালুরু এই ৬টি ভেন্যুতে প্রায় পৌনে দুই মাস ধরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ স্টেজে প্রত্যেক দল ১৪টি ম্যাচ খেলবে। প্লে-অফ ও ফাইনালসহ ম্যাচের সংখ্যা মোট ৬০টি। গ্রুপ স্টেজের ১০টি করে ম্যাচ চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরুতে হবে। তবে আগের আসরগুলোর মতো এবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে না। এবার সব ভেন্যুই থাকবে নিরপেক্ষ। আহমেদাবাদ ও দিল্লি পাবে প্রথম রাউন্ডে ৮টি করে ম্যাচ। প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত