কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন শ্রমবাজার মাদাগাস্কার

নয়া দিগন্ত মাদাগাস্কার প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৬:২৫

বহির্বিশ্বের শ্রমবাজারে বাংলাদেশীদের জন্য নতুন করে যুক্ত হতে চলেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। দেশটিতে একটি নির্মাণ প্রকল্পে এক হাজার ৩৬ জন শ্রমিক পাঠাতে এশিয়া কনটিনেন্টাল গ্রুপ (বিডি) নামে এক রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে অভিযোগ উঠেছে দেশটিতে যেতে সরকার প্রতিটি কর্মীর অভিবাসন ব্যয় ৮৬ হাজার ৪০ টাকা নির্ধারণ করে দিলেও আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা দাবি করছেন সংশ্লিষ্ট এজেন্সি। এ অভিযোগের সত্যতা মিলেছে নয়া দিগন্তের অনুসন্ধানেও।

গত ২৩ ফেব্রুয়ারির প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগানুমতিতে বলা হয়, মাদাগাস্কারের এমসিটি ক্যাপিটাল ডেভেলপমেন্ট এসডিএন বিএইচডি নামে মালয়েশিয়ান একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার, সাইট সুপারভাইজার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার, ফ্রেম ফিক্সার ও সাধারণ শ্রমিকসহ বিভিন্ন পদে মোট এক হাজার ৩৬ জন কর্মী নেয়া হচ্ছে। প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি, চুক্তির মেয়াদ দুই বছর। বেতন ২৮৫ ইউএস ডলার থেকে ৪৩৫ ডলার (প্রায় ২৪ হাজার থেকে ৩৭ হাজার টাকা)। বাসস্থান, খাবার, যাতায়াত, চিকিৎসা, বীমা ও ভিসা এবং বিমান ভাড়া উভয় পথ ফ্রি। অভিবাসন ব্যয় ৮৬ হাজার ৪০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও