কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যার চার্জশিট

মানবজমিন প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০০:০০

ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যার ঘটনায় ৫ মাস পর আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তবে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে এজাহারভুক্ত দুই আসামিকে। বিষয়টি জানার পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় পুলিশের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী সাংবাদিক জুলহাসের বোন রিনা আক্তার মামলাটি অন্যত্র তদন্তের জন্য নারাজি দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত কামাল হোসেন চার্জশিট থেকে দুই আসামিকে বাদ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক জুলহাস উদ্দিনের মা জানান, পুলিশ মামলা থেকে মালেক ও মামুন নামে দুই আসামিকে বাদ দিয়েছে। তারা দু’জনেই কয়েক বছর আগেও আমার ছেলে জুলহাসকে ব্যাপক মারধর ও হাতুড়িপেটা করে অজ্ঞান করে ফেলে রেখেছিলেন। আর তাদেরকেই মামলা থেকে বাদ দিলেন পুলিশ। খুন হওয়া সাংবাদিক জুলহাস উদ্দিন ধামরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বেসরকারি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে