কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাঁদপুরে যৌতুকের বলি গৃহবধূ

মানবজমিন প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০০:০০

চাঁদপুরে যৌতুকের টাকার জন্য সাথী আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বহরিয়া গ্রামের খানবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাথী আক্তার শরীফ খানের স্ত্রী। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার। এ বিষয়ে নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে তার জামাই শামীম খানকে প্রধান আসামি করে ও তার দুই বোন রিংকু এবং সুমীসহ ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত নামা দিয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। নিহত সাথী আক্তারের চাচা মো. মজিবুর রহমান পাটোয়ারী জানান, শরীফ গতকাল সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে জানায় সাথী স্ট্রোক করেছে। গিয়ে দেখি তার গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। নাকেও রক্ত। এ সময় তার স্বামী শামীম খানকে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেয়ার জন্য বললে বিভিন্ন রকমের হুমকি-ধমকি দেয়। পরে একপর্যায়ে হাসপাতাল নিতে বাধ্য হয়। হাসপাতালে নেয়ার পর জানা যায় বিকালেই তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা মিজান পাটোয়ারী বলেন, আমি ঢাকায় চাকরি করি। খবর পেয়ে আমি দ্রুত ঢাকা থেকে আজকে সকালে চাঁদপুরে আসি। মেয়ের সুখের জন্য গত তিন বছরে জামাইকে আড়াই লাখ টাকা দিয়েছি। তাতেও তার হয়নি। আরও টাকার জন্য সে আমাকে জোর করছিল। অবশেষে আমার মেয়েকে হত্যা করলো। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে