কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিধ্যাং যেন এক ফ্যান্টাসির জগৎ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১০:৫১

গ্রামের নাম বিধ্যাং। খুবই ছোট একটা গ্রামটির মাত্র ৭ কিলোমিটার দূরেই রেলি নদী গিয়ে মিশেছে অপরূপ তিস্তার সঙ্গে। ছবির মতো সুন্দর গ্রামটিতে এ প্রকৃতি তার সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে। আঁকাবাঁকা নদী, দিগন্ত বিস্তৃত ওক, পাইন, দেবদারু গাছের অরণ্য, কুয়াশাচ্ছন্ন বাতাস, সরু রাস্তা, ছোট্ট ঘর-বাড়ি এবং নম্রস্বভাবের অতিথিপরায়ণ বাসিন্দারা মিলে জায়গাটাকে স্বর্গরাজ্য বানিয়ে তুলেছে। সারাদিন ধরে অনবরত পাখির কূজন এখানকার বড় প্রাপ্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে