কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০০:০০

কুমিল্লার বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন (৩৮)কে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন নগরীর ১২নং ওয়ার্ডের উত্তর চর্থা এলাকার তফাজ্জল হোসেন ইদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজিবি সদস্য রিপন হত্যাসহ একডজন মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীতে ছিনতাইকারী ও একটি চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পুলিশের তালিকায় মহিউদ্দিনের নাম ছিল। পরে ২০১৩ সালের ২৬শে নভেম্বর বিকালে বিজিবি সদস্য রিপন হত্যা, ২০১৪ সালে এক গরু ব্যবসায়ীর ৩১ লাখ টাকা ছিনতাই ও ২০১০ সালে এক কলেজ শিক্ষকের টাকা ছিনতাইসহ নগরীতে কয়েকটি আলোচিত ছিনতাইয়ের মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় স্থান পায় তার নাম। সর্বশেষ নগরীর উত্তর চর্থার নবাববাড়ি চৌমুহনী এলাকার ছাব্বির আহম্মদ শুভ নামের এক ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদার দাবিতে গত মঙ্গলবার রাতে মহিউদ্দিন তার লোকজন নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হামলা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী নুসরাত ফারহানার লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাতে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নগরীর একজন ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে মহিউদ্দিনকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিজিবি সদস্য রিপন হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে