কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আশুলিয়া থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২

মানবজমিন প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ০০:০০

সাভারের আশুলিয়া হতে ৬ বছরের শিশুকে অপহরণের ৫ দিন পর র?্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রাম হতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ অপহরণকারীকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো লক্ষীপুর জেলার মো. জাকির হোসেন (২১) ও ময়মনসিংহ জেলার শান্ত মিয়া (২৯)। র‌্যাব জানায়, ২৩শে ফেব্রুয়ারি বিকালে সাভারের কাঠগড়া এলাকা থেকে ৬ বছরের শিশু মো. আলী হোসেনকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। পরবর্তীতে শিশুটিকে বাইপাইল এবং সায়েদাবাদ হয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরের দিন মোবাইল ফোনের মাধ্যমে শিশুটির পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। দুইদিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেয়। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল গত রোবাবর রাতে র‌্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সেকেন্দার কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত শিশু মো. আলী হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারী মো. জাকির হোসেন ভিকটিমের বাবার টিনশেড বাসার ভাড়াটিয়া এবং অপহরণকারীরা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় প্যাকিংম্যান হিসেবে কাজ করতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে