কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া বেতন দাবি

কালের কণ্ঠ হেমায়েতপুর প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৮

সাভারের হেমায়েতপুরে অবস্থিত একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে ঋষিপাড়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। প্রায় ৫০০ শ্রমিক অংশ নিচ্ছেন এ বিক্ষোভে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, সাভারের তেঁতুলঝোড়া ঋষিপাড়া এলাকায় অবস্থিত কিউ ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। একারণে বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের ঋষিপাড়া এলাকায় সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন তাঁরা। কারখানা কর্তৃপক্ষ বলছে, কারখানার মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছে না। কাজের অর্ডারও কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও