কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোটের মুখ দ্বিতীয় ঢেউ?

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৪

ভোট আসন্ন। তার আগেই বাংলার করোনা লেখচিত্রে ফের সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্যকর্তারা। ইঙ্গিত দ্বিতীয় ঢেউয়ের। দৈনিক আক্রান্তের সংখ্যাটা কমতে কমতে ১১৯ হওয়ার পর আর নামেনি। ১ ফেব্রুয়ারি কলকাতাতেও সবচেয়ে বেশি নেমে হয়েছিল ৩১। কিন্তু তার পর থেকে ক্রমাগত বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী কেস পজিটিভিটি রেটও। তাই মাস দেড়েকের মাথায় দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ, সেই ঢেউ আছড়ে পড়তে পারে ঠিক এমন সময়ে, যখন একেবারে বাংলার দুয়ারে কড়া নাড়ছে ভোট, মিটিং-মিছিলে সরগরম রাজ্য। স্বাস্থ্যভবনের পাশাপাশি নবান্নের কর্তাদেরও আশঙ্কা ঠিক এখানেই।

এই আবহেই ফের বাংলায় আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের দল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ভোটের প্রাক্কালে রাজ্যে করোনার প্রকোপ যাতে লাগামহীন না-হয় এবং ভোট করার পথে প্রতিবন্ধক না-হয়, তা নিশ্চিত করতেই এই প্রতিনিধিদলের রাজ্য সফর। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে স্বাস্থ্য মন্ত্রককে রিপোর্ট দেবে এই দল। প্রতিলিপি দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনকেও। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোটমুখী কেরালা ও তামিলনাড়ু-সহ দশটি রাজ্যে এমন দল পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক৷ ওই দশ রাজ্যে আরটিপিসিআর পরীক্ষা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেশ রাজ্যের মধ্যে মহারাষ্ট্র ও কেরালার করোনা পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগজনক। এই দু'টি রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা দেশের নতুন করোনা আক্রান্তের ৭৫ শতাংশ৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও