কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিয়েতে ভাঙন! অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন এই ৫ ব্যক্তি

এইসময় (ভারত) প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৭

'বিয়ে' নিয়ে আলোচনা শুরু করলে তা ফুরোবার নয়। ছোট্ট একটা শব্দ। কিন্তু তার ব্যাপ্তি বিশাল। তাই ‘লাভ নাকি অ্যারেঞ্জড’ শুধুমাত্র এই দুই ক্যাটাগরিতে ফেলে আলোচনা, বিয়ের একটা দিক মাত্র। বিবর্তনের ধারা বেয়ে বিয়ে কতরকম ভাবে যে ভোল পালটেছে তার ইয়ত্তা নেই। পুরাণ মতে বিয়ে ৮ প্রকার। আবার গল্প, উপাখ্যানেও নানারকম বিয়ের প্রসঙ্গ রয়েছে। তবে এই জেনরেশনের ঝোঁক প্রেম-ভালোবাসার বিয়ের দিকেই। তবে এখন অ্যারেঞ্জড ম্যারেজেও অনেক মডিফায়েড। কিন্তু বিয়ের কনসেপ্টটাই এখন আগের থেকে অনেক বেশি বদলে গিয়েছে। তবুও যাঁরা এই বিয়ে নামক পুরো পদ্ধতিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের মতে স্টেবিলিটি রয়েছে লভ ম্যারেজেই। অ্যারেঞ্জড ম্যারেজে নানা রকম সমস্যা আসছে। এমন কিছু সমস্যা যা তাঁরা কোনওদিন ভাবতেও পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও