কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৯৪ কেন্দ্রে ২৯৪ রথ, নীলবাড়ির দখল পেতে মরিয়া বিজেপি-র ‘এলইডি যাত্রা’ শুরু বৃহস্পতিবার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:২২

৫টি রথযাত্রা চলছে। রাজ্য বিজেপি-র ৫ সাংগঠনিক জোনে আলাদা আলাদা ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করেছেন জেপি নড্ডা, অমিত শাহরা। মার্চের গোড়ায় সেই রথযাত্রা শেষ হওয়ার কথা। আর তার আগেই নতুন এক যাত্রার পরিকল্পনা নিয়ে ফেলেছে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার তার সূচনা হবে কলকাতা থেকে। এ বার রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকার জন্য আলাদা আলাদা রথ ঘোরানোর পরিকল্পনা। তবে এ বার রথের আদলে ঘোরানো হবে ‘এলইডি ডিসপ্লে ভ্যান’। যা পরিকল্পনা তাতে এলইডি-র মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা চলবে রথে। তা ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারও চলবে।বুধবার রাতেই কলকাতায় আসার কথা নড্ডার। আর বৃহস্পতিবার সকালে কলকাতার হেস্টিংস এলাকায় রাজ্য বিজেপি-র প্রধান নির্বাচনী কার্যালয় থেকে সেই ‘এলইডি রথ’-যাত্রার প্রতীকী সূচনা করবেন তিনি। বিজেপি জানিয়েছে, রাজ্যের সর্বত্র মোট ২৯৪টি রথ বার হবে। প্রতিটি বিধানসভা এলাকায় সেগুলি ঘুরবে। কত দিন ধরে এগুলি ঘুরবে তা ঠিক করা না হলেও বিজেপি শিবিরের দাবি, নির্বাচন পর্যন্ত চলতে থাকবে এই প্রচারাভিযান। দলের যে পরিকল্পনা তাতে এই এলইডি ভ্যানগুলিতে থাকবে একটি করে ‘সাজেশন বক্স’। সাধারণ মানুষ কেমন বাংলা চান, কোন কোন স্থানীয় সমস্যার সমাধান চান তা ওই বাক্সে লিখিত ভাবে পরামর্শ দিতে পারেন। সেই সঙ্গে রথের সঙ্গে স্থানীয় বিজেপি নেতারা সাধারণ মানুষের বক্তব্য শুনবেন এবং ভিডিয়ো রেকর্ড করবেন। এর জন্য প্রতিটি রথে ভাল ভিডিয়ো তোলার মতো ফোন ও ট্যাব রাখা থাকবে। সেই সব লিখিত ও বক্তব্য আকারে মেলা পরামর্শ পাঠানো হবে রাজ্য নেতৃত্বকে। বিজেপি-র দাবি সেই সব পরামর্শের ভিত্তিতেই তৈরি হবে বিধাসভা নির্বাচনের ইস্তাহার।সাধারণত বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত ‘এলইডি ডিসপ্লে ভ্যান’ অন্যান্য রাজ্যে নির্বাচনের সময়ে ঘুরিয়েছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গেও এই ধরনের ভ্যান দেখা গিয়েছে বিজেপি-র প্রচারে। তবে সব বিধানসভা এলাকায় এমন প্রচারাভিযান এই প্রথম বার। রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা চাই ক্ষমতায় আসার পরে বিজেপি সরকার রাজ্যে কী কী কাজ করবে, কোন কাজকে অগ্রাধিকার দেবে তা সাধারণ মানুষই ঠিক করে দিক। তাই ভোটারদের মতামত ও পরামর্শ নিয়েই ইস্তাহার তৈরির পরিকল্পনা। এই যাত্রা সেই লক্ষ্যেই।’’ শমীকের আরও দাবি, ‘‘ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র ‘পরিবর্তন যাত্রা’ ব্যাপক সাড়া পেয়েছে। কিন্তু তা সব বিধানসভাকে স্পর্শ করলেও সব জনপদে যেতে পারেনি। এ বারের যাত্রা সেই কাজটাই করবে। প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাবে রথ।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত