কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমরা সাকিবকে বিচার করার কেউ নই : রাসেল ডমিঙ্গো

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৪

আইপিএলের জন্য সাকিব আল হাসানের ছুটি চাওয়া উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে। দেশের হয়ে খেলা বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না স্বয়ং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সহ বোর্ড কর্মকর্তারা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দলের জন্য সাকিব আরাধ্য হলেও তার মতে, সাকিবের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে ডমিঙ্গো বলেছেন, 'এটা একটা কঠিন ব্যাপার। কোচ হিসেবে সবসময়ই সাকিবকে আমি দলে চাইব। তবে যদি কোনো খেলোয়াড় এ ব্যাপারে পুরো আগ্রহী না হয়, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অন্য সুযোগ থাকে, তাহলে এ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তাকে বিচার করাটা কঠিন। আমার মনে হয় এ সিদ্ধান্ত তাকে নিতেই হতো। সে নানা জায়গা থেকে মত নিতে পারে, কিন্তু এটা সাকিবেরই সিদ্ধান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও