কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অলি-ইবরাহিমকে নিয়ে দুশ্চিন্তায় বিএনপি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) কর্মকাণ্ডে চিন্তিত তাদের ২০ দলীয় জোটের নেতৃস্থানীয় দল বিএনপি। জোটের বাইরে গিয়ে রাজনৈতিক প্লাটফর্ম গঠন, কর্মসূচির আয়োজন ও বক্তব্য-বিবৃতিতে তারা আলোচনায় থাকলেও এ নিয়ে অস্বস্তি দেখা যাচ্ছে বিএনপির নেতৃত্বের একাংশে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও আড়ালে কেউ কেউ ক্ষোভও প্রকাশ করছেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে এমনিতেই সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনকেন্দ্রিক অদূরদর্শী সিদ্ধান্ত, ২০ দলীয় জোট থাকা সত্ত্বেও জাতীয় ঐক্যফ্রন্ট নামে আরেকটি জোট গঠন এবং এ নিয়ে জোটেই অসন্তোষ, দুর্নীতির মামলায় কারাগারে যাওয়া দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো কার্যকর আন্দোলন গড়তে না পারা এবং পরে সরকারের অনুকম্পায় তার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থার সংকট দেখা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও