কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউন তুলে নেয়ায় অতি সতর্ক জনসন

ডয়েচ ভেল (জার্মানী) যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৪

দেশের এক চতুর্থাংশ মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়ে গেছে, সংক্রমণও বেশ কমেছে, তবু লকডাউন তুলে না নেয়ায় বেশ চাপে আছেন বরিস জনসন৷ চাপের মুখেও অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, যা করবেন সতর্কভাবেই করবেন৷

দুই মাসেরও একটু কম সময়ে দেড় কোটিরও বেশি মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শেষ করেছে ব্রিটেন৷ দ্বিতীয় ডোজ দেয়া হয়ে গেছে পাঁচ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষকে৷ করোনায় এ পর্যন্ত মোট এক লাখ ১৭ হাজার মানুষ মারা গেলেও মোট মৃতের সংখ্যার দিক থেকে তারা এখন বিশ্বে পঞ্চম৷ তাদের আগে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং ভারত৷ এছাড়া সংক্রমণের হারও ধীরে ধীরে কমছে ব্রিটেনে৷ ফলে লকডাউন তুলে নিয়ে অর্থনীতির চাকাকে সচল করা এবং স্কুল খুলে দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নেয়ার দাবিতে জনসনের ওপর চাপ দিয়ে যাচ্ছেন বিরোধী দলের সাংসদ এবং ব্যবসায়ীরা৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও