কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আশ্রয়ণের ছায়ায় সাড়ে নয় লাখ পরিবার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৯

আশ্রয়ণ প্রকল্পে এ পর্যন্ত নয় লাখ ৫৩ হাজার ছয় ’শ সাতটি পরিবারকে ঘর দিয়েছে সরকার। গতবছরের জুন পর্যন্ত দেওয়া হয়েছে আট লাখ ৮৫ হাজার ছয় ’শ ২২টি। মুজিববর্ষ উপলক্ষে দেওয়া হয়েছে ৬৭ হাজার নয় ’শ ৮৫টি।

গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে নানা ক্যাটাগরিতে ঘর দেওয়া হয়েছে। এদের মধ্যে যেমন বাঙালি পরিবার রয়েছে, তেমনি আছে পাহাড় ও সমতলের নৃগোষ্ঠীরাও। ভিক্ষুক, হরিজন, হিজড়াসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষও পেয়েছে ঘর।

আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব ঘর দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্প এককভাবে মুজিববর্ষ উপলক্ষে ঘর প্রদান কর্মসূচির সমন্বয় করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও