কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতে কেন নীরব করোনা?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২

শীতকালে করোনা আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশেও বাড়বে বলে মন্তব্য করেছিলেন অনেকে। আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বলা যায় এবারের শীতে উল্টোপথেই হেঁটেছে প্রাণঘাতী ভাইরাসটি।

দেশে গত ২৪ ঘণ্টায় (১২-১৩ ফেব্রুয়ারি) করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। ১০ মাস ১২ দিন পর এটাই সর্বনিম্ন শনাক্ত।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শীতে আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা-এ, প্যারাইনফ্লুয়েঞ্জা-থ্রি, রেসপিরেটরি সিনসিটিয়াল (আরএসভি) ও রাইনোভাইরাস প্রবলভাবে থাকে। এগুলোর কারণেই শীতে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ার রোগী বেশি দেখা যায়। এসব ভাইরাস রেসপিরেটরি ভাইরাস। করোনাভাইরাসও একই। আর ভাইরাসের নিয়ম হচ্ছে, শরীরে যখন একটি ঢোকে, সেটা সহজে অন্য ভাইরাস ঢুকতে দেয় না। ঢুকলেও বের করে করে দেয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও