কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বছরে পর্যটনকেন্দ্রিক লেনদেন হাজার কোটি টাকা

প্রথম আলো মৌলভীবাজার সদর প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৪

মৌলভীবাজারে পর্যটনকেন্দ্রিক ব্যবসা এখন লতায়–পাতায় বেড়ে চলছে। পর্যটনকে ঘিরে বছরে অন্তত হাজার কোটি টাকার ওপর লেনদেন হচ্ছে। রিসোর্ট-হোটেল, পরিবহন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের কেনাকাটাসহ বিভিন্ন খাতে এই লেনদেন হয়ে থাকে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা, হোটেল-রিসোর্টের মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে আগে থেকেই পর্যটনের স্থান থাকলেও পর্যটকদের আনাগোনা বাড়া শুরু হয়েছে ১০ থেকে ১২ বছর আগে থেকে। আর সেটা মোটামুটি ভালো পর্যায়ে এসেছে গত পাঁচ বছরে। এ সময়ের মধ্যে ছোট–বড় এবং বিভিন্ন মানের প্রায় ৮০টি হোটেল-রিসোর্ট তৈরি হয়েছে। এর মধ্যে আছে পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এবং দোসাই। বেশির ভাগ হোটেল-রিসোর্টই শ্রীমঙ্গলে গড়ে ওঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও