কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী যাঁরা

এনটিভি এম এ আজিজ স্টেডিয়াম প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৫

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড এবং ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) কাউন্সিলর প্রার্থীদের ফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এবার মেয়র পদের জন্য সাতজনসহ মোট প্রার্থী ছিলেন ২৩২ জন। ভোটার সংখ্যা সর্বমোট ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই যুগ্ম সাধারণ সম্পাদক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন :

ওয়ার্ড-১ : গাজী মো. শফিউল আজিম (আওয়ামী লীগ)।

ওয়ার্ড-২ : সাহেদ ইকবাল বাবু (বিদ্রোহী)।

ওয়ার্ড-৩ : হাজী শফিকুল ইসলাম (বিদ্রোহী)।

ওয়ার্ড-৪ : এসরারুল হক (বিদ্রোহী)।

ওয়ার্ড-৫ : কাজী নুরুল আমিন (মামুন) (আওয়ামী লীগ)।...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও