কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্ক ও দক্ষিণ এশিয়া

বণিক বার্তা প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৩৩

প্রতিরক্ষা, অর্থনীতি, বিনিয়োগ এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে এশিয়ার দেশগুলোর সাথে নিজেদের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ৫ আগস্ট আঙ্কারায় অনুষ্ঠিত ১১তম রাষ্ট্রদূত সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ‘নতুন এশিয়া’ পররাষ্ট্র নীতি বিষয়ক উদ্যোগের কথা ঘোষণা করেন। তার মতে, বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্প থেকে শুরু করে প্রযুক্তি ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এশিয়ার প্রতি একটি নতুন সার্বিক দৃষ্টিভঙ্গি প্রণয়ন তুরস্কের পররাষ্ট্র নীতি কার্যকর করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই নতুন উদ্যোগ তুরস্কের টেকসই উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। কাভুসোগলু পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে বলেছেন যে এই নতুন উদ্যোগ তুরস্কের পররাষ্ট্র নীতিতে কোন অক্ষ পরিবর্তন নির্দেশ করে না।এই নীতির অধীনে আঙ্কারা পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ভারতের মত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করার দিকে নজর রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত