কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কে পৌঁছাল চীনের তৈরি টিকার আরো ৬৫ লাখ ডোজ

এনটিভি তুরস্ক প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৩:৩০

চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনার টিকার আরো ৬৫ লাখ ডোজ আজ সোমবার হাতে পেয়েছে তুরস্ক। এর আগে প্রথম ধাপে টিকার ৩০ লাখ ডোজ পেয়েছিল দেশটি। সংবাদমাধ্যম সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রথম ধাপে করোনার টিকা পাওয়ার পরই টিকাদান কার্যক্রম শুরু করে দেয় তুরস্ক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ২৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিক। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের জানিয়েছে, দ্বিতীয় ধাপে মোট এক কোটি টিকা পাবে তুরস্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও