কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাভারে মারধরে তরুণের মৃত্যু, সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

সাভারে পৃথক স্থান থেকে এক তরুণ ও সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুুলিশ। গতকাল সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিরুলিয়া ইউনিয়নে কমলাপুর এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত পারভেজ সাভার পৌরসভার বিনোদবাইদ মহল্লার বাসিন্দা। বাসাবাড়িতে কাচ লাগানোর মিস্ত্রি হিসেবে কাজ করতেন। থানা পুলিশ জানায়, সাভারে দুর্বৃত্তদের হামলায় আহত মোহাম্মদ পারভেজ (২০) এক তরুণ চিকিৎসাধীন  রোববার অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে গত শনিবার রাতে নিজ বাসায় পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে। পরকীয়ার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এসময় ছুরি দিয়ে পারভেজের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় ব্যক্তিরা পারভেজকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান। সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা করেছে পারভেজের পরিবার। এছাড়া তার ওপর হামলা চালানোর ঘটনায় জড়িত এক গৃহবধূ ও তার স্বামী পলাতক রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গৃহবধূ একজন নৃত্যশিল্পী। তার সঙ্গে পরকীয়ার জেরে পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে। অন্যদিকে সাভারের বিরুলিয়া এলাকা থেকে হাত বাধা অবস্থায় ফজলুল হক নামে এক অবসর প্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার কমলাপুর থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্য চাকরি থেকে অবসরে যাবার পর পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মালিকের দেহরক্ষী হিসেবে যোগ দেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে