কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগামী দু’দিনে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:২১

শীত-সাম্রাজ্য শেষ, এবার পরিবর্তনের বদলের পালা। কাল, সোমবার থেকে বদলাতে চলেছে আবহাওয়ার মতি-গতি। সোম থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও, আজ রবিবার জমিয়ে শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা পথ রুখছে উত্তুরে হাওয়ার। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে দুই বঙ্গেই চড়বে তাপমাত্রার পারদ।

অন্যদিকে আবহাওয়া গবেষক ড. সুজীব কর ‘এই সময় ডিজিটাল’-কে বলেন, উত্তর ভারতের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। উত্তর-পশ্চিম দিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দু’য়ের প্রভাবে সক্রিয় হবে পুবালি বায়ু। ফলে, কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও