কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিচার্ড হেডলির রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন, টপকে গেলেন ম্যাকগ্রাকেও

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৩

ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসনের কাছে বয়স যেন শুধুই একটা সংখ্যা। ৩৮ বছর বয়সে ইনিংসে ৫ উইকেট নিয়ে রিচার্ড হেডলির রেকর্ড ভেঙে দিলেন তিনি। শনিবারের আগে অবধি নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার হেডলির সব চেয়ে বেশি বয়সে (৩৭ বছর) টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে সব চেয়ে বয়স্ক পেসার হিসেবে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন। সেই সঙ্গে টপকে গেলেন গ্লেন ম্যাকগ্রাকেও।শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ছিলেন না অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই আগুন ঝরালেন ইংরেজ পেসার। ২৯ ওভার বল করে ৬ উইকেট নিলেন মাত্র ৪০ রান দিয়ে। শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশান ডিকওয়েলাকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্ডারসন টপকে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকেও। কেরিয়ারে ২৯বার টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। শনিবার তাঁকে টপকে ৩০বার ইনিংসে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন। পেসারদের তালিকায় সামনে শুধুই হেডলি। ৩৬বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কিউই পেসার।টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় বোলারদের মধ্যে শীর্ষে যদিও মুথাইয়া মুরলীধরন। ৬৭বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭বার ইনিংসে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। এই তালিকায় চতুর্থ স্থানে অ্যান্ডারসন। কেরিয়ারে ৬০৬টি উইকেট নিয়েছেন ইংরেজ পেসার। জোড়ে বোলারদের মধ্যে তিনিই শীর্ষে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও