কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুদের উৎসব পোশাক

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ১৪:১১

যদিও করোনাকাল, কিন্তু এর মধ্যেও থেমে নেই উৎসবের আয়োজন। বিয়ের আয়োজন তো চলছেই, সামনে আছে পয়লা ফাল্গুন। এ ছাড়া আরও নানা ঘরোয়া আয়োজন তো থাকছেই। ফ্যাশন হাউসগুলোও তাই চাঙা এসব আয়োজনে। শুধু বড়দের জন্যই নয়, ছোটদের জন্যও নানা আয়োজন থাকছে এসব হাউসে। কেউ উৎসব ধরে করছেন পোশাকে নকশা আবার কেউবা দিচ্ছেন আবহাওয়াকে প্রাধান্য। পোশাকের রঙেও থাকছে উৎসবের আবহ।

ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল, নেটের ওপর কারুকাজ করা আকর্ষণীয় পোশাক যেমন রয়েছে, তেমনি আবার থাকছে এমব্রয়ডারি করা পোশাকের আয়োজন। কোনো পোশাকে পাবেন স্বচ্ছ নেট, কোনো পোশাকের নেটে বা বেল্টে থাকছে পুঁতির কাজ। পোশাকের মোটিফে থাকছে ফুলেল নকশার প্রাধান্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও