কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আর থাকবে না 'স্বাস্থ্যসাথী' নিয়ে হয়রানি, নতুন পথ খুঁজে দিলেন মমতা

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ২০:৩৮

কখনও রোগীর চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগ, কখনও বা স্বাস্থ্যসাথীর তালিকাভুক্ত হাসপাতালের রোগী ফিরিয়ে দেওয়া, রাজ্য সরকারের সবার জন্য স্বাস্থ্যবীমা প্রকল্পের সুবিধাও যেমন পাচ্ছেন মানুষ, তেমনি বিড়ম্বনাও কিছু কম হচ্ছে না। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা জানান, রাজ্যের সমস্ত হাসপাতাল ও নার্সিংহোমকেই এই প্রকল্পে যুক্ত করা হবে। সরকার আগে যে রেট ঠিক করা হয়েছিল, তা পুনর্বিবেচনাও করা হচ্ছে। ফলে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির জন্য তাতে সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি। স্বাস্থ্যসাথী নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, 'দশ হাজারে একটা ভুল হতেই পারে। যা সমস্যা রয়েছে, তা শুধরে নেওয়া হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও