কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেমিক্যাল ছাড়াই মেক আপ তুলুন এই প্রাকৃতিক রিমুভারে! জানুন...

এইসময় (ভারত) প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ২৩:২৮

শীত মানেই পার্টি, বিয়েবাড়ি, অনুষ্ঠান লেগেই থাকে। আর আজকাল যে কোনও অনুষ্ঠানেই সকলে খুব সুন্দর করে সাজগোজ করেন। মেকআপ যদি ঠিকঠাক হয় তাহলেই কেল্লাফতে। আর তাই ঠিক যতটা যত্ন নিয়ে মেকআপ করবেন ঠিক ততটাই যত্ন নিয়ে কিন্তু মেকআপ তুলতে হবে। যতই সুন্দর দেখাক, মেকআপ যে মোটেই ত্বকের পক্ষে ভালো নয় একথা সকলেই জানেন। কারণ সারাদিন হই হুল্লোড় আর ফটোসেশনের পর মেকআপ তুলে না ঘুমোতে গেলে পরদিন কিন্তু ত্বকে ব্রণ, ফুসকুড়ি অবধারিত। সেই সঙ্গে বলিরেখা পড়ার সম্ভাবনাও থেকে যায়। তাই পার্টি থেকে ফিরে যতই ক্লান্ত লাগুক না কেন, মেকআপ তুলে তবেই ঘুমোতে যান। খুব ভালো ব্র্যান্ডের মেকআপ হলেও মেকআপ বসে গেলে ত্বকে হাওয়া-বাতাস চলে না। এছাড়াও লিপস্টিক, লাইনার, ফাউন্ডেশন এসবের মধ্যে যে কেমিক্যাল থাকে তা ত্বকের পক্ষে মোটেও ভালো নয়। ফাউন্ডেশন মনে করে কিনলেও মেকআপ রিমুভার কিনতে ভুলে গেছেন? চিন্তা নেই, বাড়িতেই বানিয়ে ফেলুন রিমুভার। রইল টিপস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও