কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লোক খুঁজছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলো বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১০:১৭

অবশেষে বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশনা মেনে ব্যাংক খাতে ঋণ অনুমোদন, বিতরণ ও আদায়ের দুর্বলতা খুঁজে বের করতে ৯ সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পরই কমিটি গঠনের জন্য সদস্য খোঁজার কাজ শুরু হয়েছে। কমিটির সুপারিশ মেনে বাংলাদেশ ব্যাংক পরবর্তী পদক্ষেপ নেবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কোনো এক সাবেক ডেপুটি গভর্নরকে করা হবে এই সংস্কার কমিটির প্রধান। এতে অর্থনীতিবিদদের সঙ্গে বর্তমান ও সাবেক কয়েকজন ব্যাংকারকে রাখা হবে, যাঁরা দক্ষ ও তুলনামূলক সৎ বলে পরিচিত। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে একজন ডেপুটি গভর্নরকেও কমিটির সদস্য করা হবে।

কমিটির সদস্য খোঁজার প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এ ছাড়া কয়েকজন সাবেক ও বর্তমান ব্যাংকারকেও চিঠি দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও