কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রচারে থাকলেও ভোটে সক্রিয় ছিল না বিএনপি

প্রথম আলো প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৮:০০

বিভিন্ন জায়গায় সংঘর্ষ, মারধর, এজেন্টদের কেন্দ্রে বাধা বা কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিচ্ছিন্ন ঘটনার মধ্যেও গতকাল বেশির ভাগ পৌরসভায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভার নির্বাচনে ৫৯টিতে অংশ নিয়ে বিএনপি ভালো ফল করেনি। দুই বিদ্রোহীসহ মাত্র ছয় পৌরসভায় জিতেছে বিএনপি। প্রায় অর্ধেকসংখ্যক পৌরসভায় বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না।

জয়ী হওয়া বিএনপির মেয়র প্রার্থীরা হলেন বগুড়ার সান্তাহারে তোফাজ্জল হোসেন, দিনাজপুরে সৈয়দ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জে ছাবির আহমদ চৌধুরী ও মাধবপুরে হাবিবুর রহমান। দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন শেরপুরে জানে আলম ও জগন্নাথপুরে আক্তার হোসেন। এর মধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগে চারটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীরা ভোট বর্জন করেন। সেগুলো হলো ভবানীগঞ্জ, মোংলা, কুলিয়ারচর ও ঈশ্বরদী। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামকে একটি ভোটকেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আর ভবানীগঞ্জের প্রার্থী আবদুর রাজ্জাককে ভোট দিতে না দেওয়ায় ভোট বর্জনের ঘোষণা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও