কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একদিনে মৃত্যুর সব রেকর্ড পার, প্রাণহানি ১৬ হাজার

ঢাকা টাইমস প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ০৯:০৯

গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। একদিকে করোনার টিকা দেয়ায় প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব অন্যদিকে একদিনে করোনায় মৃত্যুর এখন পর্যন্ত সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের।

গত একদিনে মৃত্যু হয়েছে ১৬ হাজার ২৮৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৪০২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে চার লাখের বেশি মানুষ।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও