কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশকে ১,৫০২ কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স

প্রথম আলো প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১১:২০

করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত দেশের অর্থনীতি। কমেছে রাজস্ব আদায়। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা কাজ হারিয়ে ফিরে গেছেন গ্রামে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাই অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার ইতিমধ্যে ১ লাখ ২১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় দেশ ফ্রান্স।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্সি ফ্রান্সেস ডেভেলপমেন্ট (এএফডি) বাংলাদেশকে ১৫ কোটি ইউরো ঋণ দিচ্ছে, যা বাংলাদেশের প্রায় ১ হাজার ৫০২ কোটি টাকা। ‘বাজেট সহায়তা’ হিসেবে এই ঋণ পাওয়ায় সরকার তা যেকোনো খাতে খরচ করতে পারবে। তবে ইআরডির কর্মকর্তারা বলছেন, করোনার প্রভাব মোকাবিলায় সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারে যে প্রণোদনা ঘোষণা করেছে, ফ্রান্সের ঋণ সেই খাতে খরচ হবে। ব্যয় করা হবে টিকা আমদানিতেও। এএফডির এই ঋণের সুদের হার দেড় শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও