কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুন্দরবনে পর্যটকের কাছ থেকে ড্রোন জব্দ

সময় টিভি সুন্দরবন প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ২১:১১

সুন্দরবনে ঘুরতে আসা এক দর্শনার্থীর কাছ থেকে ভিডিও ধারণের জন্য ব্যবহৃত একটি ড্রোন জব্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় অবস্থান করা ‘এমভি টাঙ্গুয়ার হাওড়’ নামক একটি লঞ্চ থেকে এটি জব্দ করে বনরক্ষীরা। ড্রোনটি সুন্দরবনের কটকা ষ্টেশন অফিসে রাখা হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, পর্যটকবাহী ‘এমভি টাঙ্গুয়ার হাওড়’ লঞ্চটি দু'দিনের অনুমতি নিয়ে শনিবার সকালে শরণখোলা দিয়ে সুন্দরবনে প্রবেশ করে। কিছু দূর যাওয়ার পর লঞ্চে থাকা এক পর্যটক বনের সুপতি এলাকায় ড্রোনটি উড়ান। এর পরপরই লঞ্চে থাকা বন বিভাগের নিরাপত্তাকর্মীরা ড্রোনটি জব্দ করে। পরবর্তীতে বনরক্ষীদের কাছ থেকে ড্রোনটি নিয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবুল কালামের কাছে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও