কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌরভের ছুটি আজ, দলে এলে স্বাগত: বিজেপি

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২১, ০৩:৪০

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল বুধবার। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। আরও এক দিন হাসপাতালে কাটিয়ে আজ, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি।

এ দিকে, বুধবারই সৌরভের রাজনীতিতে যোগদান ঘিরে জল্পনায় নতুন মাত্রা জুড়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন। তিনি বলেন, ‘‘আমাদের দরজা সব সময় খোলা। সৌরভ দলে এলে আমরা পালক-পাগড়ি দিয়ে তাঁকে স্বাগত জানাব।’’

মঙ্গলবার রাতেই আলিপুরের হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, বুধবার সকাল সাড়ে ন’টার পরে ছুটি দেওয়া হবে সৌরভকে। ফলে এ দিন সকাল থেকেই হাসপাতালের বাইরে উপচে পড়েছিল সৌরভ-ভক্তদের ভিড়। কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে পোস্টার। তাতে লেখা, ‘‘সুস্থ হয়ে এগিয়ে চলো বাংলা ও দেশের গর্ব সৌরভ।’’ হাসপাতালের প্রবেশদ্বারে সাউন্ডবক্সও লাগিয়ে দেওয়া হয়েছিল, বাড়ি যাওয়ার আগে সৌরভ কী বলেন তা সবাই যাতে শুনতে পান, সে জন্য। সকাল ১০টার মধ্যেই হাসপাতালে চলে আসেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। কিন্তু সকাল ১১টার কিছু পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন, ‘‘হাসপাতালে আরও এক দিন থাকতে চেয়েছেন সৌরভ। বৃহস্পতিবার ছুটি হবে তাঁর।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও