কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

WHO-র করোনাভাইরাস বিশেষজ্ঞরা চিনে ঢোকার অনুমতি পেলেন না

এইসময় (ভারত) চীন প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ০৮:০৮

বেজিং মুখে যতই সহযোগিতা করার কথা বলুক কার্যক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র করোনাভাইরাস বিশেষজ্ঞদের আদৌ কি উহান পর্যন্ত যেতে দেওয়া হবে? এ নিয়ে আগেই সন্দেহপ্রকাশ করেছিল চিনা সংবাদমাধ্যম। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সরাসরি এ প্রশ্নের উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়িয়েছিলেন। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সংবাদমাধ্যমের আশঙ্কা অমূলক ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সদস্য, আন্তর্জাতিক করোনাভাইরাস বিশেষজ্ঞদের চিনে ঢোকার অনুমতিই দেওয়া হল না।

অনুমতি যে মেলেনি তা মঙ্গলবারই (স্থানীয় সময়) জানালেন WHO-র প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস। চিনের এই ভূমিকায় হতাশাও ব্যক্ত করেছেন তিনি। ক্ষোভের সঙ্গেই টেড্রোস জানান, অনুমতি দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে বেজিং। ফলে, একদম শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়। তবে, হু-র প্রতিনিধি দলের দুই বিশেষজ্ঞ ইতিমধ্যেই তাঁদের দেশ থেকে চিনে রওনা দিয়েছেন। বেজিং সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলে, ওই দু'জনকেও ফিরে যেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও